ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজে এডহক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৫, ৩ ডিসেম্বর ২০২৪

রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজে এডহক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজে এডহক কমিটির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকালে কলেজ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা এবং কলেজের সার্বিক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন, এডহক কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহ আলম চৌধুরী (অব.)। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মো. বেল্লাল হোসেন ভূঁইয়া, বিদ্যুৎসাহী সদস্য মো. ওমর শরীফ ভূঁইয়া, শিক্ষা প্রতিনিধি মোসলেহ উদ্দীন, অধ্যক্ষ ছাইফউদ্দীনসহ কলেজ গভর্নিং বডির সদস্যরা।

আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করা এবং কলেজের অবকাঠামোগত উন্নয়নের প্রস্তাব গৃহীত হয়। উপস্থিত সকলে কলেজের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষাংশে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মেসেঞ্জার/সুমন/তারেক