ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

থানচিতে বিএনকেএস ও প্রেসক্লাবের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৭, ৩ ডিসেম্বর ২০২৪

থানচিতে বিএনকেএস ও প্রেসক্লাবের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ছবি : ডেইলি মেসেঞ্জার

‘আসুন সবাই মিলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করি’– এই স্লোগানকে ধারণ করে বান্দরবানের থানচিতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রেসক্লাবের সাংবাদিক, বিএনকেএস এনজিও সংস্থার বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তা-কর্মচারী, কলেজে শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবক ও সেচ্ছাসেবীরা অংশ নেন। এ সময় বাজার সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রোঃ ও সাধারণ জনগণ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিএনকেএস এনজিও সংস্থা ও থানচি প্রেসক্লাবের যৌথ আয়োজনে উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ, একশনএইড, বিএসআরএম, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় উপজেলা সদরের ত্রি-মুখী থেকে শুরু করে বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এ সময় বাজার রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা। বিএনকেএস এনজিও সংস্থা ও প্রেসক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ।

অভিযানে নেতৃত্ব দেন– বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিএনকেএস এর প্রকল্প পরিচালক ভানুনসিয়াম বম প্রমুখ। এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে থানার ইনর্চাজ নাছির উদ্দিন মজুমদার, পিআরএলসি প্রকল্প ম্যানেজার উক্যনু মারমা'সহ প্রেসক্লাবের সাংবাদিক, কলেজে শিক্ষার্থী ও বিএনকেএস এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা বলেন, বিএনকেএস এনজিও সংস্থা থেকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ১৬ দিনের কর্মসূচী হাতে নিয়েছি। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এই কর্মসূচির একটি অংশ। পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলার গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। থানচি বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে সকল দোকানিদের উদ্বুদ্ধ করা হয়েছে।

মেসেঞ্জার/অং/তুষার