ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কালীগঞ্জে কৃষি মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ৩ ডিসেম্বর ২০২৪

কালীগঞ্জে কৃষি মেলার উদ্বোধন

ছবি : ডেইলি মেসেঞ্জার

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কৃষি মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাহবুব আলম রনি। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা,উপজেলা সমবায় কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন অর রশিদ প্রমুখ।

মেলাটি চলবে আগামী বৃহষ্পতিবার পর্যন্ত। এবারের কৃষি মেলায় কৃষি দপ্তর, বিভিন্ন এলাকার কৃষি উদ্যেক্তাসহ প্রায় ত্রিশটি স্টলে বিভিন্ন ফল, সবজি, জৈব বালাই নাশক, ফুল ও নতুন নতুন ফসল প্রদর্শন করা হয়।

মেসেঞ্জার/শাহজাহান/তুষার