ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মরদেহের পরিচয় খোঁজে বেনাপোল পোর্ট থানা পুলিশ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৪, ৩ ডিসেম্বর ২০২৪

মরদেহের পরিচয় খোঁজে বেনাপোল পোর্ট থানা পুলিশ

ছবি : মেসেঞ্জার

প্রায় চার মাস হতে চললো। মৃত্যু ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাই বাধ্য হয়ে অজ্ঞাতনামা মরদেহটি যদি কারও আত্মীয়-স্বজন বা পরিচিত হয় তবে বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আহবান করেছেন।

থানা সূত্রে জানা গেছে, যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী চরের মাঠ সংলগ্ন জনৈক তবিবুর রহমানের আমবাগানের উত্তর পাশে ইছামতি নদীর তীরে ভাসমান অবস্থায় চলতি বছরের (১৩ আগষ্ট) আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

স্থানীয় লোকজন নদীর পাড়ে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। অজ্ঞাতনামা ওই মৃত ব্যক্তির উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা বর্ণের, অধিকাংশ জায়গায় চামড়া ওঠা সাদা, গায়ে কফি রংয়ের স্যান্ডো গেঞ্জি এবং পরনে নীল রংয়ের লুঙ্গি পরিহিত অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে ময়না তদন্তের পরে ‘আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় যশোর কারবালা কবরস্থানে মরদেহটি দাফন করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মরদেহের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি, মামলাটি তদন্তাধীন। মরদেহ কারও আত্মীয়-স্বজন বা পরিচিত হয় তবে বেনাপোল পোর্ট থানার (ওসি) ০১৩২০-১৪৩৩৮৮ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মেসেঞ্জার/জামাল/তারেক