ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলার উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

নওগাঁয় দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা  আডিটোরিয়ামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনের দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলা শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আউয়াল।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যগ্ম পরিচালক মো. জুলকার নাইমসহ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ।

সাধারণ কৃষক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এই কৃষি ঋণ মেলায় ১২টি স্টলে মোট ৩৬ ব্যাংকের প্রতিনিধি তাদের নিজ নিজ ব্যাংকের সেবা সমূহ গ্রাহক ও সাধারণ জনগণের  সামনে তুলে ধরেন।

মেসেঞ্জার/বেলায়েত/তারেক