ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নওগাঁয় জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি : মেসেঞ্জার

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হামিদ বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একজন ভুক্তভুগী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পত্নীতলা উপজেলার সরদারপাড়া গ্রামের মো. রেজাউল মামুদ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল মামুদ বলেন, নভেম্বর মাসে মো. আব্দুল হামিদ নজিপুর সরদার পাড়ার উত্তর পার্শ্বে বাইপাস রাস্তা সংলগ্ন সাবেক ফুলকুড়ি স্কুলের পার্শ্বে আমার ৬০/৬৫ বছরের দখলীয় পৈত্রিক রেকর্ড/খতিয়ানেয় সম্পত্তি আব্দুল হামিদ নিজে এবং ৩৫/৪০ জন দাঙ্গাবাজ লাঠিয়াল সাথে নিয়ে জোরপূর্ব জমিতে থাকা আম গাছ সহ বাগানের বিভিন্ন গাছ জোরপর্বক কেটে নিয়ে যায় এবং আমার উক্ত সম্পত্তিতে ইট দিয়ে প্রাচীর নির্মান করে। সে অন্যায় ও বে-আইনী ভাবে ভুয়া দলিল তৈরী করে জোরপূর্বক আমার জমি দখল করছেন। 

তিনি আরও বলেন, আব্দুল হামিদ ও তৈফুর সরদারের বিরুদ্ধে পত্নীতলা সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু তিনি আদালতের নির্দেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে গায়ের জোরে আমাদেরকে অসহায় পেয়ে আইন আদালতের তোয়াক্কা না করে আব্দুল হামিদ, তৈফুর সরদারকে সাথে নিয়ে জমি জবর দখল করে অবৈধ ও ভূয়া কাগজ দেখিয়ে বিক্রয় করার পায়তারা চালাচ্ছে। 

সংবাদ সম্মেলনে জমির বর্গাদার ইউনুস আলী, প্রতিবেশী নুরুল হক সরদার ও লুতফর রহমান উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/বেলায়েত/তারেক