ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দায়িত্বশীল মুসলমানরা উগ্র গোষ্ঠীর ফাঁদে পা দেয়নি: ডা. শফিকুর রহমান

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ৩ ডিসেম্বর ২০২৪

দায়িত্বশীল মুসলমানরা উগ্র গোষ্ঠীর ফাঁদে পা দেয়নি: ডা. শফিকুর রহমান

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল, বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে। কিন্তু, এ দেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা ধৈর্য ধরেছি, দেশের মানুষকে শান্ত করেছি। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না।’’

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠি পূর্ব চাঁদকাঠি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোর্ট-কাচারি; অফিস-আদালত কোথাও গিয়ে আপনাকে লাঞ্ছিত হতে হবে না। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি।

জামায়াত ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সঙ্গে দেওয়া হবে।’’ লেখাপড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ পাবেন।’

‘দ্বিতীয় স্বাধীনতা’ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন কিন্তু তাকে পর পর তিনটি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে সেল্যুট জানাই।’

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামায়াত নেতা মাসুদ সাঈদী প্রমুখ।

মেসেঞ্জার/মিঠুন/তারেক