ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বগুড়া ব্যুরো 

প্রকাশিত: ১৬:৪৩, ৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রবাস ফেরত স্বামীর বিরুদ্ধে। এঘটনায় স্বামী আবু জাফরকে (৫৫) আটক করেছে থানা পুলিশ। নিহতের নাম শরিফুন ওরফে রেকসানা (৪৫)। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।

ওসি জানান, শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আবু জাফর (৫৫) ১৭ বছর যাবৎ মালয়েশিয়ায় থাকেন। স্ত্রী শরিফুন দুই ছেলে এক মেয়ে নিয়ে গ্রামে বসবাস করেন। দুই মাস আগে আবু জাফর বাড়িতে আসেন। স্ত্রী তার অনুপস্থিতিতে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে তাকে সন্দেহ করেন।

এনিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এর জের ধরে (২৬ নভেম্বর) আবু জাফর স্ত্রীকে মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় ওই রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। পরদিন সেখান থেকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে শরিফুন মারা যান। এখবর পেয়ে আবু জাফর পালিয়ে যান। পরে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, নিহত শরিফুনের মরদেহ  রাতেই পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক