ছবি : মেসেঞ্জার
ভোলার চরফ্যাসন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৩২০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে সার এবং বীজ বিতরণের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান এর সভাপতিত্বে ও অফিস সহকারী মো. আজম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত, সহকারী পুলিশ সুপার চরফ্যাসন (সার্কেল) মেহেদী হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার, প্রাণীসম্পদ কর্মকর্তা রহমতুল্লাহ, খাদ্য কর্মকর্তা আবুবকর সিদ্দিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় কৃষকদের দেয়া বীজের মধ্যে ছিল গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম এবং বিভিন্ন জাতের ডালের বীজ। এ ছাড়া সারের মধ্যে ছিল- ডিএপি এবং এমওপি সার।
মেসেঞ্জার/সাইফুল/তুষার