ছবি: মেসেঞ্জার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরতুন্নবী (সা:) উপলক্ষে মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মো: গোলাম ফারুক। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী এডভোকেট তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মোবারক হোসাইন, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এনাম খা, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি খন্দকার বরকত উল্লাহ, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী রোমেল মিয়া ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আল আমিন প্রমুখ।
মেসেঞ্জার/রিমন/জেআরটি