ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের সকল থানা ও ওয়ার্ডের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপির নসিমন ভবন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
এরশাদ উল্লাহ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এসব থানা ও ওয়ার্ডে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে অতি দ্রুত কমিটি গঠন করা হবে।
এর আগে গত ৭ জুলাই দুই সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি ঘোষণা করে হয়। পরে ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মেসেঞ্জার/সাখাওয়াত/এসকে/ইএইচএম