ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সরাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কথায় নয় কাজে দেখাব : ইউএনও

সরাইল প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪১, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৪১, ৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কথায় নয় কাজে দেখাব : ইউএনও

ছবি : মেসেঞ্জার

দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সরাইলের সুনাম অব্যাহত রাখতে সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। বিগত আটশত বছরের পুরোনো ইতিহাস সমৃদ্ধ সরাইলে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স শুধু কথায় নয় কাজের মাধ্যমে দেখাব।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার কালিকচ্ছ বাজারের শহীদ মিনার চত্বরে স্থানীয় জনতার উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এক মতবিনিময় সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এর  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর, বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপন, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।

মাদকের সাথে স্থানীয়ভাবে জড়িত তৃতীয় লিঙ্গের (হিজরা) শিবানি (২৫), বিজলী (২৭) ও চোলাই মদ উৎপাদনে অভিযুক্ত হিরালাল রবি রায় মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় সভায় উপস্থিত হয়ে জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ সব ঘৃণিত অপরাধ থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মেসেঞ্জার/রিমন/তুষার