ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ইবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান, সম্পাদক তারেক

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ৩ ডিসেম্বর ২০২৪

ইবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান, সম্পাদক তারেক

ছবি : মেসেঞ্জার

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির ২০২৪-২৫ কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেক মনোনীত হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এবিএম জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানজিম নিলয়, আর.এম রিফাত, দুলাল ইসলাম, আরিফ হোসেন, নূর উদ্দিন; যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, আহসান হাবীব স্বচ্ছ; সাংগঠনিক সম্পাদক কিরণ হোসেন; সহ-সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, রিমন আহমেদ; অর্থ সম্পাদক সোয়াইব বিন আসাদ; সহ-অর্থ সম্পাদক নাজমুল করিম অর্ণব; প্রচার সম্পাদক আসাদ সাদিক; সহ-প্রচার সম্পাদক আজিম; দপ্তর সম্পাদক তন্ময় ঘোষ; সহ-দপ্তর সম্পাদক খালিদ বিন আশরাফ; বিতর্ক গবেষণা বিষয়ক সম্পাদক লরাবিব ইফতি; সহ-বিতর্ক গবেষণা বিষয়ক সম্পাদক তৌফিক হাসান; আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের; সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুমন মিয়া; প্রোগ্রাম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন; সহ-প্রোগ্রাম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সম্পাদক এ.এস.এম. মাহবুবুর রহমান; তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান, জাফর ইকবাল ও মাসুম মিয়া।

নব-নির্বাচিত সভাপতি রায়হান বিশ্বাস বলেন,  ডিবেটিং সোসাইটি সবসময় যুক্তিবাদ, চিন্তার মুক্তি, এবং একে অপরের থেকে শেখার একটি শক্তিশালী মঞ্চ হিসেবে কাজ করে আসছে। এই সোসাইটিকে আরো এগিয়ে নিয়ে যেতে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবো। আগামী দিনগুলোতে আমরা বিভিন্ন ডিবেট প্রোগ্রামের আয়োজন করব, প্রশিক্ষণ সেশন চালু রাখবো এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করব। একসাথে যুক্তির আলোয় আলোকিত হতে এবং আমাদের ডিবেটিং সোসাইটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

মেসেঞ্জার/রিয়াদ/তুষার