ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করলো ’উদ্দীপন’ 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ৩ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করলো ’উদ্দীপন’ 

ছবি : মেসেঞ্জার

যশোরের ঝিকরগাছায় বেসরকারি এনজিও উদ্দীপন এর উদ্যোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উদ্দীপন ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক এস এ সামাদ, মাঠ সংগঠক রাকিব হোসেন ও স্থানীয় গ্রাম সংগঠনের গ্রাহকবৃন্দ। এসময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। নারীর প্রতি পুরুষের অধঃস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারীর উন্নয়নকে ব্যাহত করে। এ অবস্থায় নারীর সমঅধিকার নিশ্চিতে সকলকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

মেসেঞ্জার/আলমগীর/তুষার