ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দোয়ারাবাজারে ধর্ম অবমাননাকর কমেন্টের জেরে পরিস্থিতি উত্তপ্ত, আটক ১

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:১৩, ৪ ডিসেম্বর ২০২৪

দোয়ারাবাজারে ধর্ম অবমাননাকর কমেন্টের জেরে পরিস্থিতি উত্তপ্ত, আটক ১

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নে পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের উপর পা-রাখা অবমাননাকর ছবি ফেসবুকেফেসবুকে কমেন্ট করায় আকাশ দাস নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। এ ঘটনায় উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার পর রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়লে এবং উপজেলা সদরের রিংকু দাস নামে অপর এক ব্যক্তির ভিডিও করাকে কেন্দ্র করে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এসময় বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরের কিছু হিন্দু বাড়ি ঘর ও দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়।

তবে রাতেই পুলিশ ও সেনাবাহিনীর কঠোর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও স্থানীয় হিন্দুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও দোকানপাটে পুলিশ ও সেনাবাহিনীর টহল এবং বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে উপজেলাবাসীকে শান্ত থাকতে এবং সর্বশেষ পরিস্থিতি জানাতে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে যৌথবাহিনী। একই সময় হেফাজতে ইসলাম এবং খেলাফত মজলিস পৃথক সংবাদ সম্মেলন আহবান করেছে। 

এ দিকে উপজেলার সদর ইউনিয়নে পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের উপর পা-রাখা ছবি কমেন্ট এর দায়ে আকাশ দাস নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস একটি পোস্টে এ কমেন্ট পাওয়া যায়, এর পর থেকে এলাকায় তৈরি হয় নানা প্রতিক্রিয়া। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক অভিযুক্ত যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

মেসেঞ্জার/আশিস/তারেক