ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চকরিয়ায় ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

ছবি : মেসেঞ্জার

চকরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইউজিপিপি প্লাস প্রকল্পের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।

বুধবার (৪ডিসেম্বর) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন ও লক্ষ্যারচর ইউনিয়নে উপরোক্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। এসময় তিনি চলমান কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ঝুড়ি ও কোদাল বিতরণ করে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্র শ্রমিকদের জন্য বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করছে। ফলে অনেক দরিদ্র শ্রমিক কাজ করার সুযোগ পাচ্ছে। এছাড়া সরকার অতি দরিদ্র শ্রমিকদের জন্য সামনে অনেক বড় প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দাস ও উপ-সহকারী প্রকৌশলী মামুন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেসেঞ্জার/রিদুয়ান/তারেক