ছবি : মেসেঞ্জার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে পুড়ে গেছে কয়েকটি ঝুপড়ি ঘর। এতে কেউ হতাহত হয়নি। যাঁদের ঝুপড়ি ঘর পুড়ে গেছে তারা পাশ্ববর্তী এনজিও সংস্থার পরিচালনাধীন একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্স. এর সি/৩ ব্লকে বসবাসরত মোহাম্মদ ইউনুস নামক এক রোহিঙ্গার রান্না ঘর থেকে লাকড়ি চুলায় রান্না করার সময় আগুনের সূত্রপাত ঘটে।
এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোহাম্মদ শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ১৫/২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার ফলে কয়েকটি রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর পুড়ে ছাই গেছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
মেসেঞ্জার/শহিদুল/তুষার