ছবি : মেসেঞ্জার
ভারতে বাংলাদেশী দূতাবাসে হামলা, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও অব্যাহতভাবে ভারতীয় আগ্রাসন এবং ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর জীবন বীমা মোড়, জাহাজ কোম্পানী মোড় গিয়ে শেষ হয়। সেখান থেকে মিছিলটি আবারও গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন, মানবে নারে জনগনসহ বিভিন্ন ধরণের ভারত বিরোধী শ্লোগান দেন। মিছিলে মহানগর বিএনপি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল মহিলা দলসহ সহযোগি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু বলেন, দীর্ঘ ১৫ বছর তিন মাস ভারতের সেবাদাস ও তাবেদার সরকার আওয়ামী লীগ বাংলাদেশের সকল স্বার্থকে বিষর্জন দিয়ে ভারতের স্বার্থকে তারা প্রাধান্য দিয়ে প্রত্যেকটি কাজ করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব নতুন করে তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ভারতের তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু পতিত হাসিনার পলায়নের পর ভারতের মাথা খারাপা হয়ে গেছে। তারা নিয়ম ভেঙ্গে তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারত আমাদের দেশের সকল বিষয়ে মাথা ঘামানোর অপচেস্টা করছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আমরা মনে করি, ভারতের এই আগ্রাসন আমরা ইতোপুর্বে যেভাবে প্রতিহত করেছি। আগামীতেও আমরা একইভাবে প্রতিহত করবো। যেভাবে ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে, ২৪ এ যেভাবে অখ্যত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট সরকারকে নির্মূল করেছে। ঠিক একইভাবে সারাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষ ভারতের আগ্রাসনকে প্রতিহত করবে।
মেসেঞ্জার/মান্নান/তুষার