ছবি : মেসেঞ্জার
ক্রীড়ায় রয়েছে আনন্দ উচ্ছাস ও অনুভূতি তাইতো মনকে রাখতে প্রফুল্ল শরীরকে সুস্থ করতে আয়োজন করা হয় নাইট প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (৪ ডিসেম্বর) রাতে বেনাপোল কাষ্টম হাউজ মাঠে ফ্লাড লাইটে অনুষ্টিত হয় এই প্রীতি ফুটবল ম্যাচ।
যশোর সোনালী অতীত ফুটবল দল ও বেনাপোল কাষ্টম হাউজ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয় নাইট প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় বেনাপোল কাষ্টম হাউজ ৪-২ গোলে যশোর সোনালী অতীতকে পরাজিত করে জয়লাভ করে।
সাবেক ফুটবলার ও যশোর জেলা ফুটবল এবং বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দলের প্রশিক্ষক হালিম রেজা খেলায় নের্তৃত্ব দেন। ফুটবল খেলায় অংশগ্রহণ করেন সাবেক খেলোয়াররা। বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. কামরুজ্জামান কাষ্টম দলের খেলার নেতৃত্ব দেন। কাষ্টমসের কর্মকর্তা ও সদস্যরা এ খেলায় অংশগ্রহণ করেন। মনমুগ্ধকর ফুটবল খেলা উপভোগ করেন কাষ্টমসের অন্যান্য সদস্যরা। বেনাপোল কাস্টম কমিশনার মো. কামরুজ্জামান নিজে দৃষ্টি নন্দন গোল দিয়ে দলকে উজ্ঝীবিত করেন।
মেসেঞ্জার/জামাল/তুষার