ঢাকা,  বৃহস্পতিবার
০৫ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন হত্যা মামলায় গ্রেফতার ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৭, ৪ ডিসেম্বর ২০২৪

রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন হত্যা মামলায় গ্রেফতার ১

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাস ফেরত যুবক সেকান্দর চৌধুরী মামুনকে (৪১) কুপিয়ে হত্যার তিনদিন পর মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ মামলা দায়ের করেন।

মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে৷ এর মধ্যে মো. ওসমান গনি (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা গ্রামের মেহেরিয়াপাড়া এলাকার মো. হাবিব উল্লাহ’র ছেলে। আজ বুধবার (৪ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত মামুন উপজেলার সরফভাটা ইউনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মামুন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

মেসেঞ্জার/তারেক