ছবি : মেসেঞ্জার
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জে হেরিটেজ পরিবহন ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২০জনের বেশি মানুষ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে দিনাজপুর মুখী একটি ধান বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর গাড়ির ভিতরে চাপা পড়া অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৮জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, হেরিটেজ পরিবহন বাসের চালক পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) ও ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার আহমদপুর বাজার এলাকার আনোয়ার হোসেন (২৮) ও হেরিটেজ পরিবহনের যাত্রী ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার সুন্দরই গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩৫)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মেসেঞ্জার/কুরবান/তারেক