ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে জুয়েলারি ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৪, ৬ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে জুয়েলারি ব্যবসায়ী নিহত

ছবি : মেসেঞ্জার \

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে জুলহাস উদ্দিন জীবন (৫০) নামে এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজারের গ্রামীণ জুয়েলার্সের স্বত্বাধিকারী জুলহাস উদ্দিন জীবনের কাছ থেকে তার সৎ ছোট ভাই রুবেল (৩৫) সবসময় টাকা নিতেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) টাকা দাবি করে না পেয়ে জীবনকে জেলা শহরের বত্রিশ এলাকার বাসার সামনে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রুবেল। পরে, স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জীবনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখান থেকে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রতিবেশীরা জানান, রুবেল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। মাদকের মামলায় একাধিকবার কারাগারে গেছেন। সর্বশেষ সপ্তাহখানেক আগে কারাগার থেকে বেরিয়েছেন। এসব কারণে তার স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়ি চলে গেছেন। তাদের একটি ছেলে সন্তান আছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখনও কেউ মামলা করেননি। তবে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/সাজু/তারেক