ছবি: মেসেঞ্জার
বরগুনার বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা সুলতান হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা অহিদুল হাওলাদার। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান হাওলাদারের মৃত্যু হয়।
জানা গেছে, নিহত সুলতান হাওলাদার বেতাগীর উত্তর করুনা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা অহিদুল হাওলাদার ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
নিহতের স্বজনরা জানান, অহিদুল হাওলাদারের সঙ্গে সুলতান হাওলাদারের জমিজমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে শুক্রবার বিকেলে সুলতানকে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় অহিদুল। স্বজনেরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অহিদুল পলাতক আছে।
মেসেঞ্জার/হিমাদ্রি/তুষার