ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

‘ছাত্রদলে কোন মাদকসেবী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অছাত্রের ঠাঁই নাই’

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৩, ৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:৫৫, ৮ ডিসেম্বর ২০২৪

‘ছাত্রদলে কোন মাদকসেবী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অছাত্রের ঠাঁই নাই’

ছবি : মেসেঞ্জার

শিবচর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ বলেছেন, 'কারো পারিবারিক কলহ, জমি নিয়ে দ্বন্দ্ব, আপনি ছাত্রদলের পরিচয় দিলে সুবিধা নিতে চাইলেন, এমন রাজনীতি শিবচর উপজেলা ছাত্রদল মেনে নেবে না।'

তিনি বলেন, 'যত্রতত্র বাইক নিয়ে ঘুরাঘুরি করছেন, জোরে বাইক চালাচ্ছেন, ইভটিজিং করছেন, মাদক কিনতে গেছেন। গিয়ে পরিচয় দেবেন ছাত্রদলের। সোজা কথা, এমন কেউ শিবচরে ছাত্রদল করতে পারবেন না।'

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদল আয়োজিত 'ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত শীর্ষক' আলোচনা সভা ও ছাত্রসমাবেশে প্রধান আলোচকের বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, 'ছাত্রদলে কোন মাদকসেবী, টেন্ডারবাজ, কোন চাঁদাবাজ এবং অছাত্রের ঠাঁই নাই। আমাদের শিবচর উপজেলা ছাত্রদলের মধ্যে কোন গ্রুপিং নাই। ছাত্রদলের প্রত্যেক সদস্য মানেই শিবচর উপজেলা ছাত্রদল।'

শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সাব্বিরুল হক এর সভাপতিত্বে ও রাজীব মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহব্বয়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির'র সদস্য আবু জাফর চৌধুরী, জেলা বিএনপির সদস্য নাদিরা চৌধুরী, পৌরসভা বিএনপির আহব্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারীসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মেসেঞ্জার/ইমতিয়াজ/তারেক