ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (৭ ডিসেম্বর) রাতে সরাইল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা সময় উপজেলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামী উপজেলার চুন্টা ইউনিয়নের করাতকান্দি এলাকার সফিক মিয়া, সালমা বেগম, ফাতেমা বেগম ও সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকার মোহাম্মদ আলী এবং পানিশ্বহর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার কাইয়ুম মিয়াকে গ্রেপ্তার করে।
সরাইল থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, সরাইল থানা পুলিশের অভিযান পরিচালনায় করে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পাঁচ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
মেসেঞ্জার/রিমন/তারেক