ছবি : মেসেঞ্জার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা এলাকায় পরিত্যক্ত ফাইভ স্টার নামীয় অটোরাইছ মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. লিয়াকত আলী (৩৪) জেলার সদর উপজেলার বুধল ইউপির মালিহাতা এলাকার আব্দুল কাহারের ছেলে, একই ইউপির গুনারা এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. শরীফ (২৩), মালিহাতা গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২০), একই উপজেলার সাদেকপুর এলাকার ফুল মিয়ার ছেলে মো. সাগর (২২) ও বুধল ইউপির ইসলামবাগ এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. আলী আজম (৩৪)।
সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা এলাকার পরিত্যক্ত ফাইভ স্টার অটোরাইছ মিলের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। পরে তাদের তল্লাসী করে ১টি চাইনিজ কুড়াল ও ৪টি বিভিন্ন সাইজের ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মেসেঞ্জার/রিমন/তারেক