![আশুলিয়ায় মা-মেয়েকে শ্লীলতাহানি, বাবা-ছেলে গ্রেপ্তার আশুলিয়ায় মা-মেয়েকে শ্লীলতাহানি, বাবা-ছেলে গ্রেপ্তার](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/33-2412081108.jpg)
ছবি : মেসেঞ্জার
ঢাকার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মা-মেয়েসহ চারজনকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।
এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল সোনিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
গ্রেপ্তার আসামিরা হলেন, আশুলিয়ার মধ্য গাজিরচট সোনিয়া মার্কেট এলাকার মৃত হাজী শাহজাহানের ছেলে মো. শাহাদাত হোসেন মিয়া (৫০) এবং তার ছেলে মো. ওমর ফারুক শাহিন শাহ্ (২১)। মামলায় পলাতক রয়েছেন, আশুলিয়ার মধ্য গাজিরচট সোনিয়া মার্কেট এলাকার মৃত রশিদ মোল্লার ছেলে মো. কাদের মোল্লা (৪৮)। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. লিপি আক্তার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মো. আব্দুল হালিমের মেয়ে ভুক্তভোগী লিপি আক্তার ও শাহাদাত হোসেন মিয়ার সাথে জায়গা-জমি, দোকান পাট এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। (১২ আগস্ট) সকাল ১০টার দিকে তিন মেয়ে স্কুল, কলেজ ও অন্যান্য কাজে যাওয়ার সময় লিপি আক্তার তার সোনিয়া মার্কেটের সংস্কার কাজ করছিলেন।
এসময় ভাসুর শাহাদাত, ভাসুরের ছেলে ওমর ফারুক শাহিন শাহ্ ও ননাসের জামাই কাদের মোল্লা উক্ত মার্কেটের সামনে এসে লিপি আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় লিপি আক্তার প্রতিবাদ করলে আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র হাতুড়ি, শাবল ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত জখম করে ও মাথার চুল ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে।
এছাড়া হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে এবং গলায় থাকা ১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। একপর্যায়ে মাকে বাঁচাতে তিন মেয়ে এগিয়ে এলে তাদেরকেও মারধর করে বিবস্ত্রসহ শ্লীলতাহানি করা হয়। এদিকে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এলাকাবাসী জানান, শাহাদাত হোসেন মিয়া, ওমর ফারুক শাহিন শাহ্ ও কাদের মোল্লা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। তাদের অত্যাচারে লিপি আক্তারের পরিবারসহ এলাকার বহু মানুষ অতিষ্ঠ। তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ একাধিক জিডি ও অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলেও জানান এলাকাবাসী।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগী নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেসেঞ্জার/নোমান/তারেক