ছবি: মেসেঞ্জার
‘দুনীর্তির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানকে সামনে রেখে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
লোহাগাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক পুষ্পেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছান। জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত এবং দুর্নীতি বিরোধী র্যালীর আয়োজন করা হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। পাশাপাশি সরকারী প্রতিটি দপ্তরে যাতে গ্রাহক কোনভাবে দুর্নীতি বা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আসাদ উল্যাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, উপজেলা বিএনপি'র সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক ও আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমীর কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাষ্টার মাহাবুবর রহমান, স্বপ্না দেবী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মেসেঞ্জার/তুষার