ঢাকা,  বৃহস্পতিবার
০৬ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শতভাগ মাদকমুক্ত করতে চবিতে ডোপ টেস্টের উদ্যোগ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ৯ ডিসেম্বর ২০২৪

শতভাগ মাদকমুক্ত করতে চবিতে ডোপ টেস্টের উদ্যোগ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসকে শতভাগ মাদকমুক্তের লক্ষ্যে শিক্ষার্থীদের মাত্র ৩৫০ টাকায় নিজস্ব ল্যাবের মাধ্যমে ডোপ টেস্ট করা হবে। আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে এই উদ্যোগ আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছেন চবি কর্তৃপক্ষ।

সোমবার (৯ ডিসেম্বর) উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া এবং বিশ্ববিদ্যালয় মেডিক্যালের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

উপ-উপাচার্য ড. মো. কামাল উদ্দিন জানান, "একসময় চবি ক্যাম্পাস ও আশপাশের এলাকা মাদকের অন্যতম ঘাঁটি ছিল। তবে এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ডোপ টেস্ট করতে গেলে সাধারণত খরচ অনেক বেশি হয়। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাব ব্যবহার করে খরচ কমানো হয়েছে।"

তিনি আরও বলেন, “শুধু শিক্ষার্থীরাই নয়, নিরাপত্তা কর্মীসহ অন্যান্যদেরও পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে। তবে প্রথমেই হলের শিক্ষার্থীদের টেস্ট শুরু হবে। আগামী বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আমরা এখানে কোনো আর্থিক লাভ করছি না। বরং শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের রিসোর্স ব্যবহার করে খরচ কমানোর চেষ্টা করেছি। বাকি টাকার একটি অংশ ভর্তুকি হিসেবে বিশ্ববিদ্যালয় বহন করবে।”

ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. আতিয়ার রহমান জানান, “আমরা মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এ উদ্যোগ নিয়েছি। কাউকে অপমান করা আমাদের উদ্দেশ্য নয়। টেস্টের মান সর্বোচ্চ রাখার জন্য আমেরিকান কিটস ব্যবহার করা হবে। এ প্রক্রিয়া নিয়ে যদি কারও কোনো সন্দেহ থাকে বা ত্রুটি দেখা যায়, আমাদের জানাতে অনুরোধ করছি।”

মেসেঞ্জার/সাকিব/তুষার