ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ৯ ডিসেম্বর ২০২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬

ছবি: মেসেঞ্জার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের বিভিন্ন স্থানে আলাদা পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় ঢাকামুখী দুই বাসের সংঘর্ষে উভয় বাসের ৫ যাত্রী আহত হয়। এদের মধ্যে মো. সিয়াম (১৯) নামের একজন গুরুতর হয়। আহত ব্যক্তি টঙ্গীবাড়ী উপজেলার বালীগাঁও এলাকার মো. আজগর আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, দুপুর দেড়টার দিকে উপজেলার পাটাভোগের কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি মালবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৭ ৩৯৬১) উল্টে যায়। এ সময় চালক গুরুতর আহত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীনগর পুরাতন ফেরীঘাটে গাংচিল পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো জ-১১০৮১১) পিছন থেকে মধুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের যাত্রীবাহী বাস ধাক্কা দিলে উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

এছাড়া কামারখোলা এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালক ভিতরে আটকা পরে,এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়েতে প্রায় সময়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। অসাবধানতা ও যানবাহনের অতিরিক্ত গতি সহ ওভারট্রেকিংয়ের ফলে সংঘর্ষ বাঁধছে। এছাড়া এই রুটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় সময়ই প্রাণহানি সহ গুরুতর আহত হচ্ছে না অনেকে।

এসব তথ্য নিশ্চিত করে,হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর কাদির জিলানী জানান, আহত বাস যাত্রীদের মধ্যে একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে পিকআপটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

মেসেঞ্জার/শুভ/তুষার