ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৩৭, ১০ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডের বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে বিশ্ব মানবাধিকার দিবসে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদলের মানববন্ধন করেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ চত্ত্বরে, কলেজ ছাত্রদলের উদ্যেগে এ মানববন্ধন কর্মসুচি পালন করেন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাটে যারা ১৬ বছরে ফ্যাসিস্টদের হাতে খুন হয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসান গুম হয়েছে তাকে অনতিবিলম্বে ফিরিয়ে দিতে হবে আমাদের মাঝে।

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূইয়া তানুর আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

এ মানববন্বনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, শামিম মুন্সি, রোহিত হালদার, শেখ আল-আমীন, হৃদয় শেখ, আকিব হাসান, তাসকিন শেখ, ইমন শেখ, রবিউল মুন্সি, লিমন, প্রমূখ।

মানববন্ধন শেষে সাবেক ক্রীয়া সম্পাদক শহীদ ইমাদুল কবির, শহীদ শেখ আবুল কালাম আজাদ, শহীদ মো. মেহেদী হাসানের খুনীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন। বিগত ১৬ বছরে যারা খুন হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মেসেঞ্জার/রিফাত/তারেক