ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় এক দিনে দুই মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ১০ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় এক দিনে দুই মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল ও উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পটিয়া থানা পুলিশ। মরদেহের আনুুমানিক বয়স (৬০)। এছাড়া আর কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পটিয়া থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ নিশ্চিত করেছেন।

গাউছিয়া কমিটি মানবিক টিম পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ইছহাক জানান,  একটি অজ্ঞাত লাশের খবর পেয়েছি । তবে প্রশাসনের অনুমতি পেলে গাউছিয়া কমিটি মানবিক টিমের পক্ষ থেকে পটিয়া পৌরসভার বেওয়ারিশ কবরস্থানে লাশ দাফনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

অপরদিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরকনাই গ্রামের মমতা ডেইরি ফার্মের পেছনে বেঁড়িবাধের সুইস গেটের পানিতে বদি আলম (৬০) নামে অপর এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। বদি আলম (৫৫) হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত অলি আহমদের পুত্র। তার দুই চোখে আঘাতের চিহ্ন রয়েছে। বদি আলম গত রবিবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি বলে তার পরিবার সূত্রে জানায়। তিনি বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন।

লাশ পাওয়ার ঘটনা হত্যাকান্ড না-কি অপমৃত্যু এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, পুলিশ পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহের সুরুতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে বলে থানাসূত্রে প্রকাশ।

মেসেঞ্জার/রানা/তুষার