ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মৌলভীবাজারে বিভেদ ভুলে জেলা বিএনপির দুই পক্ষের বৈঠক, একসঙ্গে চলার সিদ্ধান্ত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৫, ১০ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে বিভেদ ভুলে জেলা বিএনপির দুই পক্ষের বৈঠক, একসঙ্গে চলার সিদ্ধান্ত

ছবি : মেসেঞ্জার

নিজেদের মধ্যে থাকা সকল বিভেদ ভুলে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হলেন স্থানীয় বিএনপি নেতারা।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিয়ে রুদ্ধদার বৈঠকে বসেন। বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য তিনি দীর্ঘসময় ধরে ধৈর্যসহকারে শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা বিএনপির আহ্বায়ক  ফয়জুল করিম ময়ূন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাংগঠনিক বার্তা স্থানীয় নেতৃবৃন্দকে জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন- মৌলভীবাজার জেলায় বিএনপিতে আর কোনো গ্রুপিং, বিভেদ থাকবে না। এ জেলায় বিএনপি এক ও অভিন্ন। আগামীতে মৌলভীবাজার জেলায় বিএনপির সকল ইউনিট ঐক্যবদ্ধভাবে কাউন্সিলের মাধ্যমে তৃণমূল থেকে কমিটি গঠন হবে।

তিনি বলেন, ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা। দলের দুর্দিনের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। রাজপথের আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের কমিটিগুলোতে স্থান দেয়া হবে। এটি হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাংগঠনিক দিক নির্দেশনা।

প্রস্ততি সভায় সঞ্চালনা করেন, সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, হেলু মিয়া, সদস্য বকশি মিছবাহুর রহমান, ফখরুল ইসলাম, মতিন বক্স, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মনোয়ার আহমেদ রহমান, আনিছুজ্জামান বায়েছ প্রমুখ।

এর আগে ৮ ডিসেম্বর সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের বাসায় মৌলভীবাজার পৌর বিএনপির দুটি অংশের নেতৃবৃন্দ নিয়ে বৈঠক করেন। তিনঘন্টার দীর্ঘ এই বৈঠকে পৌর বিএনপির উভয় অংশের নেতৃবৃন্দ অংশ নেন৷ বৈঠকে নেতৃবৃন্দের উদ্দেশ্যে ময়ূন বলেন- নিজেদের মধ্যে থাকা সকল বিভেদ ভূলে সকলে ঐক্য বদ্ধ হয়ে আগামীতে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড থেকে পৌর বিএনপির কমিটি গঠন করার আহবান জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – মনোয়ার আহমেদ রহমান, আনিসুজ্জামান বায়েস, সৈয়দ মমশাদ আহমেদ, সরওয়ার মজুমদার ইমন প্রমূখ।
 

মেসেঞ্জার/মিল্লাদ/তুষার