ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হানাদার মুক্ত দিবসে মুন্সিগঞ্জের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৮, ১১ ডিসেম্বর ২০২৪

হানাদার মুক্ত দিবসে মুন্সিগঞ্জের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

ছবি : মেসেঞ্জার

(১১ ডিসেম্বর) মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় মুন্সিগঞ্জ। দিবসটি উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভের শহীদ বেদীতে, ফুলের শ্রদ্ধা জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলার সর্বস্তরের মানুষ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

একাত্তরের ৯ মাস মুন্সিগঞ্জের বিশাল ক্যানভাস ছিল রক্তমাখা। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর ১৯৭১ সালের (১১ ডিসেম্বর) হানাদার মুক্ত হয়েছিল মুন্সিগঞ্জ।

এতে ৯ মাসের নিস্তব্ধতা ভেঙে মুন্সিগঞ্জের আকাশে উড়ে বিজয় কেতন। মুক্তি বাহিনীর জয় বাংলা স্লোগানে মুখরিত হয় মুন্সিগঞ্জের পথ-প্রান্তর। এরআগে (১৪ নভেম্বর) প্রথম শক্র মুক্ত হয়েছিল মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা।

এদিকে, দিবসটি কে ঘিরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন ও সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে বিভিন্ন স্থানে, সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. শরিফ উল্লাহ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি সহ আরও অনেকে।

মেসেঞ্জার/শুভ/তারেক