ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শহীদ আবু সাঈদের অসুস্থ পিতাকে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচয়ে ভর্তি

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৫:২৬, ১১ ডিসেম্বর ২০২৪

শহীদ আবু সাঈদের অসুস্থ পিতাকে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচয়ে ভর্তি

ছবি : মেসেঞ্জার

গুরুতর অসুস্থ বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্বববিদ্যালের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পিতা মকবুল হোসেনকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে এখন তিনি সিসিইউতে ভর্তি আছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের সিসিইউতে মকবুল হোসেনর পাশে থাকা আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে জানান, ‘মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১১টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতোলে নেয়া হয়।

রাত সাড়ে ১২টায় তাকে এমার্জেন্সি বিভাগ থেকে আইসিইউতে ভর্তি করার পর চিকিৎসা কার্যক্রম চলে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার সময় তাকে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি জানান, চিকিৎসকরা তাকে জানিয়েছেন। এখন তিনি আগের থেকে ভালো আছেন। সর্বোচ্চ চিকিৎসা তার জন্য নিশ্চিত করা হয়েছে। তিনি হার্টের রোগি।

আব সাঈদের আরেক ভাই রমজান আলী জানান, শুক্রবার (৬ নভেম্বর) সকালে কাশি, জ্বর ও পেট ব্যাথা শুরু হলে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন শনিবার তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।

সেখানেও অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে সো হেলিকপ্টার যোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। এখন সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

মেসেঞ্জার/মান্নান/তারেক