ছবি : মেসেঞ্জার
বরিশালে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনের সভাপতিত্বে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি, আগৈলঝাড়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মো.ইয়াসিন আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.অলিউল ইসলামসহ অন্যানরা।
মেসেঞ্জার/সাঈদ/তুষার