ছবি : মেসেঞ্জার
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ গত ২০২২ সালে গাবেরগ্রাম বাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ঘটনার মামলায় বুধবার (১১ ডিসেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও মাদারগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড়ের সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলামকে গ্রেফতার করেছে।
এছাড়া একই মামলায় মঙ্গলবার রাতে আরো ৫ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইনছান আলী, গুনারীতলা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জুয়েল মিয়া, মাদারগঞ্জ শহর ০৫ নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আবুল হাসান ভিক্ষু, আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু পারভেজ, সিধুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে মাদারগঞ্জ থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ২০২২ সালে পৌর এলাকার গাবেরগ্রাম বাজারে একটি নাশকতা চেষ্টায় ঘটনা দেখিয়ে গত ২৪ অক্টোবর বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু বাদী হয়ে একটি মামলা করেছে। এ মামলায় আসামিদের গ্রেফতার করা হচ্ছে।
মেসেঞ্জার/উজ্জ্বল/তুষার