ছবি : মেসেঞ্জার
চা গাছ থেকেই চা পাতা হয়। আর পাতা থেকে চা। অন্য কোনো গাছে চা ধরা সম্ভব নয়। কিন্তু সিরাজগঞ্জে একটি খোকসার গাছে চা ধরেছে। ফলের মত করে ঝুলে রয়েছে চা (টি-ব্যাগ)। বাঁদরের মত ঝুলে থাকায় অনেকেই মজা করে এটিকে ‘চা’ গাছও বলে থাকেন। তবে ঝুলে থাকা চা, গাছ থেকে উৎপন্ন নয় বরং অসচেতনতা আর অবহেলার ফসল।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজারে শফিকুল ইসলামের দোকানে গেলে দেখা মিলে এই গাছটি।
স্থানীয় চা-প্রেমিরা মনে করেন, খোকসার গাছে এসব টি-ব্যাগ ঝুলে থাকার মূল কারণ এখানে চা-পানকারীদের অবহেলা। চা-প্রেমিরা চা বানানোর পর ছুড়ে ফেলে এসব টি-ব্যাগ। আবজর্না ফেলার জন্য ঝুড়ি থাকা সত্বেও তারা এসব আবজর্না ছুড়ে ফেলে। এ কারণে ছুড়ে ফেলা আবর্জনা আটকে রয়েছে গাছের উপর। এভাবেই ধীরে ধীরে টি-ব্যাগসহ নানা আবর্জনায় পরিপূর্ণ হয়ে উঠেছে গাছটি। গাছটিতে বর্তমানে ফুল-ফলের দেখা মিলছে না। গাছটিতে ঝুলে থাকা টি-ব্যাগের সাথে থাকা গরম পানি। এই গরম পানি গাছের জন্য ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। অযত্ন আর অবহেলার কারণে গাছটি ধিরে ধিরে প্রায় মৃত অবস্থায় যাবে। পাশাপাশি যত্রতত্র টি-ব্যাগ ফেলায় পরিবেশেরও ক্ষতিসাধন হচ্ছে।
চা-প্রেমি শিক্ষার্থী সামিউল হাসান বলেন, প্রথমে আমিও গাছটি দেখে অবাক হয়েছিলাম। দূর থেকে দেখে বুঝতে পারিনি গাছটিতে বাঁদরের মত কী ঝুলছে। কাছে গিয়ে দেখতে পেলাম ওগুলো টি-ব্যাগ। খোকসার গাছে চায়ের ব্যাগ দেখে মজাই পেয়েছিলাম। তবে গাছটির জন্য মায়া লাগে। চা-প্রেমিদের সতর্ক হওয়া উচিত।
চা দোকানদার শফিকুল ইসলাম বলেন, প্রায় আড়াই বছর ধরে এই বাজারে চা-দোকান দিয়েছি। টি-ব্যাগগুলো রাখার জন্য দোকানে ঝুড়ি রাখা সত্ত্বেও যারা চা খাওয়ার জন্য আসে তারাই মুলত চা-এর টিব্যাগগুলো ছুড়ে ফেলেন।
গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, শীত মৌসুমে শিমুলদাইড় বাজারে কম্বলের প্যাকেজ করতে এসেছি। চা-খাওয়ার জন্য দোকানে আসার পরে গাছটি দেখতে পায়। খোকসার গাছে টি-ব্যাগগুলো ঝুলে রয়েছে। এ গাছটি নিয়ে মজা করলেও নজরে পড়েনা চা-প্রেমিদের। ফলে খোকসার গাছ হয়েও পরিবর্তে চা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে গাছটিকে।
স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুস সামাদ বলেন, এই গাছে সাধারণত টুন-টুনু পাখি বাসা বাঁধে। এই গাছের ফল মূলত পাখিদের খাদ্য। পাখির বৃষ্টায় এই গাছের বংস বিস্তার করে থাকে। এই গাছের পাতা সিরিজ কাগজের মতো। সাধারণত গ্রামাঞ্চলের মহিলারা এই গাছের পাতা দিয়ে পাঙ্গাস, সিং ও কই মাছ পরিস্কার করে থাকে। দীর্ঘদিন ধরে গাছের উপর উচ্ছিষ্ট অংশ নিক্ষেপের বিষয়গুলো সকলের নজরে আসা উচিত বলে তিনি মনে করেন।
মেসেঞ্জার/রাসেল/তুষার