ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফুলছড়ির বালাসীঘাটে অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ১১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:৫১, ১১ ডিসেম্বর ২০২৪

ফুলছড়ির বালাসীঘাটে অবৈধ বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসীঘাটে বালু দস্যুদের বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জনসাধারণ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বালাসীঘাটের বটতলা মোড়ে স্থানীয় জনসাধারণের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, কঞ্চিপাড়া ইউপি'র সাবেক চেয়ারম্যান লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, কঞ্চিপাড়া ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লুৎফর রহমান লালন, সোহেল মিয়াসহ অনেকে। কর্মসূচিতে ভুক্তভোগী সাধারণ লোকজন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কিছু অসাধু বালু দস্যু রাজনৈতিক সিন্ডিকেট তৈরি করে মাসের পর মাস অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছেন। তাদের অবৈধভাবে  বালু উত্তোলনের কারণে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সেই সাথে কোটি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নকৃত নদীর তীর সংরক্ষণ প্রকল্প হুমকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, প্রশাসন যদি অতি জরুরি ভিত্তিতে বালু ব্যবসা বন্ধ না করে, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় শক্তিশালী একটি সিন্ডিকেট। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে বালুখেকোরা নদে ড্রেজার মেশিন বসিয়ে ট্রাক, ড্রাম ট্রাক, মাহিন্দ্র ও ভটভটি দিয়ে অবৈধভাবে প্রতিদিন হাজার হাজার টন বালু উত্তোলন ও পাচার করছে। এতে করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘর, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ফসলি জমিও হুমকির মুখে পড়েছে।

মেসেঞ্জার/শাকিল/তুষার