ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আলীকদমে বিএনপির জনসভা ও গণমিছিলে জনতার স্রোত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ১১ ডিসেম্বর ২০২৪

আলীকদমে বিএনপির জনসভা ও গণমিছিলে জনতার স্রোত

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কারও অর্থনৈতিক মুক্তির  ৩১দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত।

বুধবার (১১ নভেম্বর) বিকাল ২ টার সময় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলীকদম উপজেলার একাংশ সাচিং প্রু জেরি সমর্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসমাবেশে অংশগ্রহণ করেন নেতা কর্মীরা।

উপজেলা বিএনপির জনসমাবেশ প্রস্তুুতি কমিটির আহ্বায়ক আনছার আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ, সহ-সভাপতি সাশৈপ্রু, বান্দরবানের যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী, বান্দরবান জেলা মহিলা সভাপতি মিসেস নিরুতাজ বেগম নিলা, বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. তাহের, বান্দরবান জিয়ামঞ্চ মোসলেম উদ্দিন চৌধুরী, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিক।

এছাড়াও আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যনু মার্মা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল হাসেম কোঃ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মো. আবুল বাশর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোরশেদসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, আওয়ামী লীগ সরকার ভোট চোর সরকার। ফ্যাসীবাদ সরকার মানুষের ভোটাধিকার অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের মানুষকে মামলা, হামলা, খুন ও ঘুম, ভাংচুর  করেছে। শুধু তায় নয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুঁড়ি বানিয়ে রেখেছে। তাই এ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটিয়ে দেশকে নতুন করে ফের স্বাধীন করেছে ছাত্ররাসহ দেশের সাধারণ জনগণ।

তিনি আরও বলেন, এ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ তাদের ভয়ে মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্বকে একত্রিত করে শক্তিশালী একটি সরকার গঠনের মাধ্যমে দেশে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, আমাদের বিএনপির সরকার ক্ষমতায় এলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করতে পারবে।

মেসেঞ্জার/সুশান্ত/তুষার