ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

লংগদুতে জামায়াতের কমিটি গঠন - আমীর মাওলানা নাছির, সেক্রেটারি নুরুল করিম

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১১ ডিসেম্বর ২০২৪

লংগদুতে জামায়াতের কমিটি গঠন - আমীর মাওলানা নাছির, সেক্রেটারি নুরুল করিম

ছবি : মেসেঞ্জার

সাংগঠনিক নিয়ামানুযায়ী পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা নাছির উদ্দীন ও সেক্রেটারি মনোনীত হয়েছেন নুরুল করিম।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে লংগদু উপজেলার নতুন সেশনের জন্য গত ৩ ডিসেম্বর উপজেলার সকল রুকন বা সদস্যদের গোপন ভোটের মাধ্যমে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মো. নাছির উদ্দীন এবং বৈঠকে সেক্রেটারী মনোনীত হয়েছেন মো. নুরুল করিম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে উপজেলা মজলিশে শুরার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মনছুরুল হক।

উপজেলা মজলিশে শুরার সাথে আলোচনা ও পরামর্শক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করেন লংগদু উপজেলা আমীর মাওলানা মো. নাছির উদ্দীন। কমিটির বাকি সদস্যরা হলেন- এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ ও মো. শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক খ ম মতিউর রহমান, বায়তুল মাল সম্পাদক মো. ওছমান গনি, স্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান খোকন, শ্রম বিষয়ক সম্পাদক মো. মঞ্জুরুল হক।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ সাধারণ মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে। তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর তাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে জামায়াতে ইসলামীকে নেতৃত্বের আসনে দেখতে চাইলে এ সংগঠনের প্রত্যেক নেতা কর্মীকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে এবং নিজকে প্রস্তুত করতে হবে। কাঙ্খিত সমাজ ও রাষ্ট্র সংস্কারের কাজে, সামাজিক সেবা বা কাজের মাধ্যমে সাধারণের মাঝে স্থান করে নিতে হবে। আর এটা করতে সক্ষম হলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে এবং মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে। সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে লংগদু উপজেলার এই দায়িত্ব পালনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে।

মেসেঞ্জার/সাকিব/তুষার