ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫৯, ১১ ডিসেম্বর ২০২৪

বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি : মেসেঞ্জার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা জামায়াতে ইসলামির উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত অনুষ্ঠান হয়।

সরাইল উপজেলা জামায়াতে ইসলামির আমির এডভোকেট মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, সরাইল উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী এনাম খা, সরাইল উপজেলা জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারী এডভোকেট তারিকুল ইসলাম, সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি খন্দকার বরকত উল্লাহ, ছাত্র প্রতিনিধি ইফরান খান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রোমেল মিয়া ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আল আমিন প্রমুখ।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতিচারণ করে বক্তাগণ স্বাধীন বাংলাদেশের অর্জন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। বক্তাগণ বলেন, হাজারো ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে এই স্বাধীনতা পেতে গিয়ে বহু ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। বক্তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটি সুখী, সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়া তারা ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার জন্য সকল দেশ প্রেমিক নাগরিকদের প্রতি উদাত্ব আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এই দোয়া মাহফিলের মাধ্যমে সরাইলের জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে পুনর্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মেসেঞ্জার/রিমন/তুষার