ছবি : মেসেঞ্জার
যশোরের বাঘারপাড়ায় লাটাহাম্বার ধাক্কায় প্রাণ গেল তাসনিয়া খাতুন (৪) নামের এক শিশুর। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪ টার দিকে নিজ বাড়ির সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তাসনিয়া বাঘারপাড়া উপজেলার রাজাপুর গ্রামের টিটু মিয়ার মেয়ে।
স্বজনেরা জানান, ঘটনার সময় তাসনিয়া রাস্তা পার হচ্ছিলো। এ সময় দ্রুত গতির একটি লাটাহাম্বা তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তাসনিয়া সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তাসনিয়ার মৃত্যু হয়।
মেসেঞ্জার/বিল্লাল/তুষার