ছবি: মেসেঞ্জার
বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা উইনিয়নের আয়লা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রচণ্ড শীতে যখন সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলো ঠিক তেমন একটা মুহূর্তে অগ্নিকাণ্ড ঘটে। দোকান ও বসতঘর একই সাথে থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের বাঁচাতে দিকবিদিক হারিয়ে ফেলে মানুষ। এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।
ফায়ার সার্ভিসে খবর দিলে বরগুনা ও বেতাগী মিলে মোট দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ও ১০টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ড নির্বাপণে এসে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অগ্নিকান্ডে কারণ সম্পর্কে এলাকাবাসীর ভাষ্যমতে ফায়ার সার্ভিস জানায়, কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিটে এ অগ্নিকাণ্ড ঘটে আবার কিছু লোক বলছেন, বাজারের পিছনে এক লোক তামাসহ যাবতীয় প্লাস্টিক দ্রব্য গলিযে থাকেন। তার ওখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ক্ষতিগ্রস্ত ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ২ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্বান্ত হয়েছে পরিবারগুলো।
মেসেঞ্জার/শেখর/জেআরটি