ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ১২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত

ছবি: মেসেঞ্জার

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক  অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন, লাইব্রেরিয়ান প্রফেসর ড. মোঃ আবু জুবাইর, রেজিস্ট্রার ড. মোহা: তৌহিদুল ইসলাম, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর মওলানা ভাসানীর পরিবার, মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া বেলা ১১ টায় মাজার প্রাঙ্গনে ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেসেঞ্জার/শফিকুজ্জামান/জেআরটি