ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বরগুনায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩১, ১২ ডিসেম্বর ২০২৪

বরগুনায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণ

ছবি: মেসেঞ্জার

বরগুনা প্রতিনিধি: বরগুনায় শেষ হলো ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান (এআইজিএ) সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন বিষয়ক ৯ম ব্যাচের প্রশিক্ষণ। আজ ছিল ৯ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বরগুনা জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন। প্রশিক্ষণ প্রদান করেন বরগুনা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বি. এম. মোস্তফা কামাল, বরগুনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বীথি দেবনাথ এবং সহযোগিতায় ছিলেন সহকারী জীবন্ত কুমার।

১০ ডিসেম্বর থেকে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের আজ ছিলো শেষ দিন। সমুদ্রে ইলিশের আকাল, প্রাকৃতিক দুযোগে মৎস্য শিকার বাধাগ্রস্ত ও অবরোধের কারণে কর্মহীন হয়ে পড়া ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ চলমান রয়েছে। আজ ছিলো ৯ম ব্যাচের ২৫ জন ইলিশ জেলের প্রশিক্ষণের শেষ দিন।

মেসেঞ্জার/শেখর/জেআরটি