ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হাতিয়া পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন -সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:০৪, ১২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:০৬, ১২ ডিসেম্বর ২০২৪

হাতিয়া পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন -সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ

ছবি: মেসেঞ্জার

লাইব্রেরি একটি জ্ঞানের সমুদ্র। জ্ঞানার্জনের জন্য বই আর বইয়ের জন্য লাইব্রেরি। লাইব্রেরি ছাড়া নিজেকে এবং জগতকে আলোকিত করার কোন বিকল্প নেই । তাই দ্বীপের মানুষের জ্ঞান চর্চার জন্য হাতিয়া পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেছেন ২৪'এর গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে হাতিয়া প্রেসক্লাবের পরিচালনায় এই পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়।

শিক্ষক ও শিক্ষার্থী সহ সকল সাধারণ মানুষের  জন্য উপজেলা শহরের প্রাণ কেন্দ্র হাতিয়া দ্বীপ সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত হাতিয়া প্রেসক্লাব ভবনের নীচ তলায় হাতিয়া পাবলিক লাইব্রেরিটি উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, বই পড়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে।  এক সময় এ হাতিয়ায় শিক্ষার গুণগত মান সহ শিক্ষার হার ছিল লক্ষনীয়। কিন্তু ইতোপূর্বে হাতিয়ায় পরীক্ষার হল সমূহে নকল সাপ্লাই সহ নানান অনিয়মের ফলে শিক্ষার হার ও মান অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। নকলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এক শিক্ষক'কে গত বছর পরীক্ষার হল থেকে অপমানিত হতে হয়েছে।

তিনি আরও বলেন, লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, এখনে সমাজের সকল মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারে সেই  ব্যবস্থা করতে হবে। সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে।

এ সময় হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিক ও জেলা সাংবাদিক সহ শিক্ষক এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

মেসেঞ্জার/রাসেল/জেআরটি