ছবি: মেসেঞ্জার
টাঙ্গাইলের কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঞা প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম চলবে।
মেসেঞ্জার/শফিকুজ্জামান/জেআরটি