ছবি: মেসেঞ্জার
রাজশাহীর পবা উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে সৌদি সরকারের উপহারের দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে এসব দুম্বার মাংস বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন এই আয়োজন করে। এসময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন ২২ কার্টন দুম্বার মাংস বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষকদের মাঝে বিতরণ করেন। প্রতিটি কার্টনে মাংস ছিল ২০ কেজি করে।
মাংস বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দূর্গা পারিলা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সামসুল ইসলাম মাংস পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এতোদিন যতো দুম্বার মাংস আসতো সব যেতো আওয়ামী লীগ নেতাদের পেটে। এবার সেই মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন।
পবার ইউএনও সোহরাব হোসেন বলেন, সৌদি সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ ও এতিমদের। তাদের মাঝেই এই মাংস বিতরণ করা হলো।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/জেআরটি