ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।
সম্মেলনে সংগঠনটির জেলা শাখার সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান ভূইয়া, উপদেষ্টা রফিকুল ইসলাম, নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা খ.ম আব্দুর রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি কায়েম করাই প্রধান কাজ সংগঠনটির। নারী-পুরুষ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সৎ নেতৃত্বের মাধ্যমে সুন্দর সমাজ ও আধুনিক বাংলাদেশ গড়ার জন্য শ্রমিকদের ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।
সম্মেলন শেষে নাসির উদ্দীনকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা কমিটি ঘোষনা করা হয়।
মেসেঞ্জার/বেলায়েত/তারেক